হারাম টাকার মালিকদের এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শবেবরাতের ফজিলত বয়ানে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি-বেসরকারি চাকরি করলাম, তারপর টাকা লুট করে বিদেশে বাড়ি বানাইলাম। সম্পূর্ণ অবৈধ টাকা। সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে।
তিনি বলেন, ২৬ বছর একটা কলেজে প্রফেসর ছিলাম। মাদরাসায় পড়িয়েছি। ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি। ওয়াজ করেছি, ওয়াজে তো মানুষ কিছু হাদিয়াও দেয়, তারপরও তো চট্টগ্রাম শহরে একটা বাড়ি করতে পারিনি। আমার তো কোনো ফ্ল্যাট নেই, হওয়ার সম্ভাবনাও নেই। এতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি আল্লাহর কাছে জবাব দিতে পারব।
খালিদ হোসেন বলেন, চাকরি শেষ হয়ে গেলে মানুষ হজে যায়, মসজিদ কমিটির সভাপতি, মাদরাসা কমিটির সেক্রেটারি, ঈদগা কমিটির অর্থ সম্পাদক হয়। এটা আমাদের সমাজের নিয়মিত চিত্র।