আর্কাইভ | ঢাকা, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬ ০৭:১০:৫০ অপরাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
১৭ মার্চ ২০২৪
০৮:১০:২০ পূর্বাহ্ন
আপডেটঃ
১৭ মার্চ ২০২৪
০৯:২২:৪৪ পূর্বাহ্ন

নিবরাস ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত


নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ‘ত্যাগ ও কল্যাণের শিক্ষায় শাহরু রমাদানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা এবং ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) রাজধানীর বনশ্রীর ব্লু অলিভ রেষ্টুরেন্টে ইফতার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নিবরাস মাদরাসার অধ্যক্ষ শায়েখ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হজ্জ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ এম শাহাদাত হোসাইন তসলিম। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধানমন্ডি সোবহানবাগ জামে মসজিদের খতিব, বেসরকারি টিভি চ্যানেল ‘ATN বাংলা’র ইসলামিক অনুষ্ঠানের ভাইস-প্রেসিডেন্ট, প্রখ্যাত আলেমেদ্বীন শায়খ শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এর আগে শুক্রবার বাদ জুমা বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৩০০ পরিবারের মাঝে সৌদি আরবের কিং সালমান রিলিফ সেন্টারের অর্থায়নে বাংলাদেশে খাদ্য ঝুড়ি বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়। প্রতিটি খাদ্য ঝুড়িতে ছিল ১০ কেজি চাল, ৭ কেজি মশুর ডাল, ৩ কেজি চিনি, ৩ লিটার সয়াবিন তৈল ও ১ কেজি লবন।

গত ১৪ মার্চ বৃহস্পতিবার সৌদি দূতাবাসে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের উপস্থিতিতে খাদ্য ঝুড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত।