আর্কাইভ | ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল আউয়াল ১৪৪৬ ১২:২৪:৩৯ অপরাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
২৩ আগস্ট ২০২৩
০৪:৪০:০৯ পূর্বাহ্ন

বিএসএফের গুলিতে নিহতের লাশ এলো ৭৮ দিন পর


লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের ৭৮ দিন পর ফেরত দেয়া হলো৷


গত ৫ জুন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তের মেসেরডাঙ্গা এলাকায় ইউসুফ আলী নামের এক যুবক বিএসএফের গুলিতে নিহত হন৷ মঙ্গলবার (২২ আগস্ট) সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তার মরদেহ হস্তান্তর করে বিএসএফ। 

নিহত ইউসুফ আলী (২৫) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মেসেরডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। কালীরহাট সীমান্তের মেসেরডাঙ্গা এলাকার ৮৫৭ নাম্বার পিলারের কাছে বিএসএফের গুলিতে ইউসুফ আলীর মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিয়ে যায়। 

নিহতের বাবা শাহ জামাল জানান, ইউসুফ পেশায় কৃষিকাজ করতেন। গ্রামের কয়েকজনের সাথে ৫জুন ইউসুফ ভারতের সীমান্তের দিকে যায়। সে সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে থেকে বাকীরা বাংলাদেশে ঢুকে যেতে পারলেও ইউসুফ গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যান।

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের কোচবিহার জেলার  সরকারপাড়া এলাকা থেকে ১০-১২ জনের একটি দল গরু নিয়ে ফেরার সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় বলে জানিয়েছে জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। 

 

তথ্যসূত্র: ডিডব্লিউ