আর্কাইভ | ঢাকা, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬ ০৬:৫৩:০৯ পূর্বাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১৯ জানুয়ারী ২০২২
১১:০৫:০৩ পূর্বাহ্ন

হিলিতে তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, বেড়েছে শীত


দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় মাঘ মাসের প্রথম থেকেই কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেশিরভাগ সময়েই সূর্যের দেখা মিলছে না। যদিওবা বেলা ১১টার পর সূর্যের দেখা মিলছে, তবে সেই তুলনায় তাপ পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে উত্তরের হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। অতিরিক্ত শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকেই।

আনসার রহমান নামে এক শ্রমিক জানান, গত কয়েকদিন থেকে হিলিতে শীত বেশি। যার জন্য কেউ কাজে নিতে চাচ্ছে না। কাজ না থাকায় বাড়ি ফিরে যাচ্ছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে জানান, বুধবার (১৯ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪ থেকে ৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।