আর্কাইভ | ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ৪ মহররম ১৪৪৭ ০২:১২:৩৫ অপরাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
৩০ জুন ২০২৫
০৬:৫১:০৬ পূর্বাহ্ন

সংগ্রামের সাংবাদিক কামরুজ্জামান হিরুর বাবার ইন্তিকাল


দৈনিক সংগ্রামের সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য একেএম কামরুজ্জামান হিরুর বাবা বিশিষ্ট সমাজসেবক একেএম শামসুল হক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  রোববার (২৯ জুন) বিকেলে রাজধানীর ফকিরাপুলের কোমরগলির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর।

বাদ মাগরিব দৈনিক সংগ্রাম কার্যালয়ে কামরুজ্জামান হিরুর বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন সহকর্মীরা। দোয়া অনুষ্ঠানে সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, বার্তা সম্পাদক সা’দাত হোসাইন, চিফ রিপোর্টার সামছুল আরেফীনসহ সংগ্রাম পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

শামসুল হক ৩ ছেলে ২ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এশার নামাযের পর রাত সোয়া ৯টায় ফকিরাপুল বড় মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়েছে। 
জানাযায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন ও মরহুমের ছেলে একেএম কামরুজ্জামান হিরু। উপস্থিত ছিলেন, সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার সামছুল আরেফীন, বিএসপিএ’র সভাপতি রেজওয়ানউজ্জামান রাজিব, সাবেক সভাপতি সারোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। কামরুজ্জামান হিরুর বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)সহ আরও কয়েকটি সংগঠন।