আর্কাইভ | ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ৪ মহররম ১৪৪৭ ০৮:০৮:৩৮ পূর্বাহ্ন
Photo
বিশেষ প্রতিবেদক 
ঢাকা, প্রকাশিতঃ
৩০ জুন ২০২৫
০৮:১৪:৪৭ পূর্বাহ্ন

প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না: শিবির সভাপতি


দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানারকম ষড়যন্ত্র করে যাচ্ছে—বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্রসমাজ এসব ষড়যন্ত্র মানবে না বলে হুঁশিয়ারি দিয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।

সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরিয়ে আনতে নানা ধরনের বিশৃঙ্খলা চালাচ্ছে একটি পক্ষ।

জুলাই অভ্যুত্থান নিয়ে তিনি আরও বলেন, যে কারণে এই অভ্যুত্থান হয়েছিল, সে প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এখনও সচিবালয়সহ দেশের গুরুত্বপূর্ণ পদে পতিত সৈরাচার সরকারের আস্থাভাজনরা বসে সেই আগের মতো করেই দেশ চালাচ্ছে।

জুলাই সনদ প্রকাশ নিয়ে কঠোর বার্তা দিয়ে শিবির সভাপতি বলেন, জুলাই সনদের দাবিতে সরকারকে চাপে রাখার পাশাপাশি অন্য সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে ছাত্রশিবির। দীর্ঘ সময়েও জুলাই ঘোষণাপত্র না হওয়া দুঃখজনক বলে জানান তিনি। পরে ৩৬ দিনব্যাপী জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে ১১টি পদক্ষেপ ঘোষণা করেন ছাত্রশিবির সভাপতি।