আর্কাইভ | ঢাকা, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬ ০৯:৩৮:৩৭ অপরাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
০৫ সেপ্টেম্বর ২০২১
০৩:৫০:৫৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩


মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এসময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসটি (নোহা) ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিন জনের মৃত্যু হয়।