আর্কাইভ | ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ১৯ জামাদিউস সানি ১৪৪৬ ১০:০০:৪৩ পূর্বাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১১ আগস্ট ২০২১
০৩:২০:৫৬ পূর্বাহ্ন

সিলেট বিভাগে একদিনে ২২ জনের মৃত্যু


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু হয়নি।

আজ বুধবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ২২ জন। তাদের ১১ জনই সিলেট জেলার। এছাড়া ২ জন হবিগঞ্জের ও ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৫৫৭ জনের মধ্যে সিলেট জেলায় ২৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ১১৪ জন রয়েছেন।