হঠাৎ ঘন কুয়াশা পড়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৩ মার্চ) ভোর থেকে হঠাৎ কুয়াশা পড়তে শুরু করলে কর্তৃপক্ষ এ সিদ্ধান নেয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ভোরে হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। এ সময় ফেরির চালকেরা দিকনির্ণয়ে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
কুয়াশা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।
প্রভাতী নিউজ / মহসিন