আর্কাইভ | ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ৪ মহররম ১৪৪৭ ০২:১৩:১৩ অপরাহ্ন
Photo
আন্তর্জাতিক ডেস্ক 
ঢাকা, প্রকাশিতঃ
২০ জুন ২০২৫
০৯:২৭:৩২ পূর্বাহ্ন

ইরানি হামলায় গৃহহীন ৮ হাজার ইসরাইলি


ইরানি হামলায় ইসরাইলের ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আট হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে। ইসরাইলি গণমাধ্যম ইয়োদিওথ আহরনাউথ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

খবর আল জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলায় ইসরাইলের আট সহস্রাধিক মানুষ গৃহহীন হয়েছে। ইসরাইলের সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিলের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি আরো জানিয়েছে, ইতোমধ্যে ৩০ হাজার ইসরাইলি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি ও যানবহনের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে।

উল্লেখ্য, শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালায় তেহরান। এর মধ্য দিয়ে শুরু হয় চলমান ইসরাইল-ইরান উত্তেজনা।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং শত শত আহত হয়েছে।

ইরানি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ইরানে ইসরাইলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১,৩০০ জনেরও বেশি আহত।