কবে পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম?
আর্কাইভ | ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬ ১১:২৮:৪৫ পূর্বাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
১৫ ফেব্রুয়ারী ২০২৫
০৬:৩৫:০২ পূর্বাহ্ন
আপডেটঃ
১৬ ফেব্রুয়ারী ২০২৫
১২:২০:৩০ অপরাহ্ন

কবে পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম?


পরিবর্তন হচ্ছে উপদেষ্টা পরিষদে। কয়েকদিনের মধ্যেই নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর এ মাসেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের। এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।


উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে। তবে অধ্যাদেশ নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তা হবে। 

নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সঙ্গে দূরত্ব কমেছে বলেও মনে করেন উপদেষ্টা নাহিদ।

দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরি লক্ষ্যে গত বছরের ৮ সেপ্টেম্বর শিক্ষার্থীরা গঠন করে জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকেই গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। এটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে চলতি মাসেই।

এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনিসহ উপদেষ্টা হিসেব দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই। বিস্তারিত দেখুন ভিডিওতে।