চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হাজী মো. সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাখাতের জন্যে অনেক গুরুত্ব দিয়েছেন।
বিভিন্ন খাতের মধ্যে ডিজিটাল ল্যাবের প্রশিক্ষণ নিয়ে সাড়ে ৬ লক্ষ যুবক-যুবতী এখন সাবলম্বী। ছাত্র ছাত্রীরা প্রতি বছর বিভিন্ন আউটসোর্সিং এর মাধ্যমে বিদেশ থেকে বছরে ৬৫ হাজার কোটি টাকা ইনকাম করছে। এই সরকারের আমলে প্রচুর উন্নয়ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল লতিফ, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, এনটিভির আইটি বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. জুলহাসসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।