আর্কাইভ | ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল আউয়াল ১৪৪৬ ১২:৫৮:০৭ অপরাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
২০ জানুয়ারী ২০২২
০২:১৭:০৫ পূর্বাহ্ন

রাজশাহীতে রেকর্ড করোনা সংক্রমণ


গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ৪৩ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এ ছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন রোগী।

এর আগে গতকাল বুধবার (১৯ জানুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৫২ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৭৭ জনের নমুনা পরীক্ষায় রাজশাহীর ৯৭ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪০ দশমিক ১৬ শতাংশ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। মৃত রোগীকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এবিএস