আর্কাইভ | ঢাকা, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৬ ১১:৫৩:০৬ অপরাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১৮ অক্টোবর ২০২১
০১:২৯:১২ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে করোনা উপসর্গে ৫ মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ১৮ তারিখ পর্যন্ত মারা গেছেন ৬৮ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন সাতজন। এ নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৭৩ জন।

এদিকে হাসপাতালের দেওয়া তথ্যমতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ।শামীম ইয়াজদানী জানান, মৃত ৫ জনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং নাটোরের একজন রোগী ছিলেন।