আর্কাইভ | ঢাকা, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬ ০৯:৪৮:০৮ পূর্বাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১৩ অক্টোবর ২০২১
১১:৩৯:১৪ পূর্বাহ্ন

মমেক হাসপাতালে একদিনে ৪ জনের মৃত্যু


ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গেছেন। 

আজ বুধবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার রোজ আলী (৬০), পুর্বধলার জালাল উদ্দিন (৬৫), জামালপুর সদরের আলাউদ্দিন (৬০) ও সরিষাবাড়ির শহীদ আলী (৭০)। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

ডা. মহিউদ্দিন খান বলেন, মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৯৪ রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১৫ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। 

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫৩ নমুনা পরীক্ষায় ৫ জন করোনা পজিটিভ হন।