আর্কাইভ | ঢাকা, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬ ০১:৩৪:৫০ অপরাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১৬ আগস্ট ২০২১
০২:৪২:৪৪ পূর্বাহ্ন

মমেক হাসপাতালে আরো ১৩ জনের মৃত্যু


ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন করোনা পজিটিভ ছিলেন। অপর নয় জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের শিরিনা (৫০), সিরাজ মিঞা (৫৫), ভালুকার মো. আমির আলী (৭০) ও নেত্রকোনার কেন্দুয়ার মো. জম্মাত আলী (৯০)।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের সিরাজ (৭৬), রাশেদা (৭০), ফুলপুরের গিয়াস উদ্দিন (৭৫), গফরগাঁওয়ের নজরুল ইসলাম (৬৫), ধোবাউড়ার আয়েশা খাতুন (৭৫), নেত্রকোনার রেনু আক্তার (৩৫), রতন মিঞা (৫০), জামালপুরের মরিয়ম (৬৫) ও টাঙ্গাইলের সুকুর মাহমুদ (৮০)।

ডা. মহিউদ্দিন খান আরো জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৩৬৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২২ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৬ জন।

এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৭০৮ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৫ শতাংশ।