ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের পিছনে ধাক্কায় ঘটনাস্থলে তিনজন নিহত এবং ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২৯ যাত্রী। আহতদের মধ্যে আরো ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
তবে এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত তিনি তৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশালের বৈলর বড়দিঘীরপাড় এলাকায় একটি ট্রাক দাঁড়ানো ছিল। ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন অন্তত ২৯ জন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর ছিল। পরে আহতদের কয়েকজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর ১২ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। তিনি বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২৯ জন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, গুরুতর আহত ১২ জনের মধ্যে ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।