আর্কাইভ | ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ শা‍ওয়াল ১৪৪৬ ১০:৫২:০৭ অপরাহ্ন
Photo
রাঙামাটি প্রতিনিধি
ঢাকা, প্রকাশিতঃ
১৯ মার্চ ২০১৯
০৭:৫৯:৩৬ পূর্বাহ্ন

বাঘাইছড়িতে ব্রাশফায়ারে নিহতদের দুইজন নারী আনসার


রাঙামাটির বাঘাইছড়িতে ভোট শেষে উপজেলা সদরে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নিহত ছয়জনের মধ্যে দু’জন নারী আনসার সদস্য রয়েছেন।

তারা হলেন-বিলকিস ও জাহানারা বেগম। নিহত অন্য চারজন হলেন-পোলিং অফিসার মো. আমির হোসেন, দু’জন পুরুষ আনসার সদস্য মো. আল আমিন ও মিহির কান্তি দত্ত।

অপরজনের নাম মন্টু চাকমা। তবে নিহত মন্টুর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

সাজেক ইউনিয়নের একটি কেন্দ্র থেকে নির্বাচনি সরঞ্জাম নিয়ে তারা বাঘাইছড়ি উপজেলা সদরে চাঁদের গাড়িতে করে ফিরছিলেন।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাঘাইছড়ির নয় মাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলের পাশের ঝোঁপ থেকে মন্টু চাকমার লাশ উদ্ধার হয়েছে। তারা জানান, চাঁদের গাড়িটিতে সন্ত্রাসীরা ব্রাশফায়ার করার সময় আনসার সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। তাদের গুলিতে মন্টু চাকমা নিহত হন।

প্রভাতী নিউজ / জি এস