১০ বছরের সাজা স্থগিত চেয়ে খালেদার আপিল
আর্কাইভ | ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬ ১২:১০:৪২ পূর্বাহ্ন
Photo
প্রভাতী নিউজ অনলাইনঃ
ঢাকা, প্রকাশিতঃ
১৪ মার্চ ২০১৯
০৪:২১:৪৭ পূর্বাহ্ন

১০ বছরের সাজা স্থগিত চেয়ে খালেদার আপিল


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজার রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আপিলে খালেদার জামিনও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার পক্ষে আপিলটি করেন আইনজীবী কায়সার কামাল।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নিম্ন আদালত এ মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়, কিন্তু হাইকোর্ট সাজার মেয়াদ বাড়িয়ে দ্বিগুণ করে। সেজন্য আমরা তার জামিন এবং তার সাজার কার্যকর করার আদেশ স্থগিত চেয়ে আপিল করেছি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত-৫ খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। সেই সাথে তার ছেলে এবং বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার দিন থেকে পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি প্রধান।

একই বছরের ৩০ অক্টোবর এই মামলায় খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট।

গত ২৮ জানুয়ারি মামলায় খালেদা জিয়ার সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশিত হয়।

প্রভাতী নিউজ / মহসিন