নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের মধ্যে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে সাত গ্রামবাসী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ওই গ্রামের কৃষক আব্দুর রহমান (৪৫), হৃদয় (২২), শরিফ (১৮), কাইয়ুম (৩৮), নারী শ্রমিক রিনা বেগম (২৫)। নাম জানা যায়নি আরো দুইজনের। তাদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা বলেন, কীভাবে এই ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে নারীসহ সাত জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘মাদকবিরোধী অভিযান চালানোর সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।এতে এক নারীসহ সাতজন গুলিবিদ্ধ হয়।’
প্রভাতী নিউজ / জি এস