ভোট শুরুর আগেই কেন্দ্র স্থগিত
আর্কাইভ | ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬ ১১:২৪:২৪ অপরাহ্ন
Photo
সিরাজগঞ্জ
ঢাকা, প্রকাশিতঃ
১০ মার্চ ২০১৯
০৯:৩৮:৫৪ পূর্বাহ্ন

ভোট শুরুর আগেই কেন্দ্র স্থগিত


সিরাজগঞ্জে ভোটগ্রহণ শুরুর আগেই একটি ভোটকেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। 

শনিবার (১০ মার্চ) রাত আড়াইটার দিকে শহরের ১নং ওয়ার্ড মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়।

ভোট কেন্দ্র স্থগিতের ব্যপারে প্রিসাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, ভোটের আগের রাতেই অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বার বার চাপ প্রয়োগ করা হয়। এমতাবস্থায় সুষ্ঠু ভোট গ্রহণ করা সম্ভব নয়, এই মর্মে জেলা নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়। 

অভিযোগ পাওয়ার পরে রাতেই জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন কেন্দ্র স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অভিযুক্ত সহকারী প্রিসাইডিং আব্দুল আলীম ও বেলাল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রভাতী নিউজ / জি এস