আর্কাইভ | ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২, ২৭ জামাদিউল আউয়াল ১৪৪৭ ০৯:৩২:৩২ অপরাহ্ন
Photo
আন্তর্জাতিক ডেস্ক 
ঢাকা, প্রকাশিতঃ
১১ নভেম্বর ২০২৫
০৯:০০:১০ পূর্বাহ্ন

রোজা শুরু ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা


২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

যদিও ইসলামি বিধান অনুযায়ী রমজান মাস শুরু হয় চাঁদের ওপর নির্ভর করে, তবু প্রাথমিক হিসাব অনুযায়ী ওই বছরের রোজা শুরুর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

ক্যালেন্ডারটি আরও জানায়, রমজান মাস শেষ হবে ১৮ মার্চ (বুধবার), এরপর ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

ইসলামের শ্রেষ্ঠ রাত ‘লাইলাতুল কদর’ বা শবে কদর রমজানের শেষ দশকের মধ্যে পালিত হয়।

জ্যোতির্বিদদের হিসাবে, ২০২৬ সালে এ রাতটি পড়তে পারে ১৭ মার্চ (মঙ্গলবার)। মুসলমানরা এ রাতে নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাতে মগ্ন থাকেন, কারণ এই রাতেই কোরআন অবতীর্ণ হয়েছিল বলে বিশ্বাস করা হয়।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিজরি মাস কখনো ২৯ আবার কখনো ৩০ দিনের হয়। তাই রমজান ও ঈদের প্রকৃত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
সূত্র : গালফ নিউজ