আর্কাইভ | ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২, ২৭ জামাদিউল আউয়াল ১৪৪৭ ১০:৫৫:৪১ অপরাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
১২ অক্টোবর ২০২৫
০৮:৫৯:৫৪ পূর্বাহ্ন

বিজিবির অভিযানে ১৭১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ


দেশের সীমান্ত জুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত টানা অভিযানে গত সেপ্টেম্বর মাসে মোট ১৭১ কোটি ৬০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। চোরাচালান ও মাদকপাচার দমনে বিজিবি’র এ সাফল্যকে ‘অভিযান-নির্ভর সীমান্ত নিয়ন্ত্রণের ধারাবাহিক সাফল্য’ হিসেবে দেখা হচ্ছে।  রোববার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা ও অভ্যন্তরীণ স্থানে পরিচালিত অভিযানে বিজিবি সদস্যরা জব্দ করেন—

৬ কেজি ৩৫৬ গ্রাম স্বর্ণ, ১ কেজি ৬৫০ গ্রাম রূপা, ৯,২৪৮টি শাড়ি, ১৩,৫৫৮টি থ্রিপিস/চাদর/কম্বল, ১১,৪৬১টি তৈরি পোশাক, ৩,৯১,৭৯৩টি কসমেটিকস সামগ্রী, ১৩,৬১,২৭৬টি আতশবাজি, ৪,২০২ ঘনফুট কাঠ, ১১,৩৭৭ কেজি সুপারি, ৮১,৭৮০ কেজি কয়লা, ৪,৬৩০ ঘনফুট বালু, ৩৫,০৬২টি চশমা, ১৭,২৬৯টি যানবাহনের যন্ত্রাংশসহ আরও বহু মালামাল।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার, ৭৩ হাজার ৫৪০ ভারতীয় রুপি, ১,৫২৫টি গরু-মহিষ, ১৯টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১২টি পিকআপ, ৬টি ট্রলি, ১৩০টি নৌকা, ৬৬টি মোটরসাইকেল ও ৬৭টি ভ্যান-বাইসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড গুলি এবং আরও ৩টি দেশীয় অস্ত্র।

বিজিবি জানায়, গত মাসে মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে ২০ লাখ ৮৭ হাজার ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৬৬৩ গ্রাম হেরোইন, ৪,৪৯১ বোতল ফেনসিডিল, ১২,১১৩ বোতল বিদেশি মদ, ১,২৯৮ কেজি গাঁজা, ৩৮৪ লিটার বাংলা মদ, ১,১০৮ ক্যান বিয়ার এবং ৫৭,৭৪৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাবলেট। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে ২,২৪,৮১১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪,৩৮৪ বোতল ইস্কাফ সিরাপ এবং ৭,৫৪,২৫৮টি বিভিন্ন প্রকার ওষুধ ও ট্যাবলেট। বিজিবি’র তথ্যমতে, অভিযানে ১৯৮ জন চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১,১৯৭ জন বাংলাদেশি ও ৯ জন ভারতীয় নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮০৫ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে, যাতে সীমান্তে অবৈধ বাণিজ্য, অস্ত্র ও মাদক প্রবাহ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যায়।