বিচারের আগে আ’লীগের পুনর্বাসন হুমকিতে ফেলবে: হাসনাত আব্দুল্লাহ
আর্কাইভ | ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬ ০৭:৫৯:৪০ পূর্বাহ্ন
Photo
বিশেষ প্রতিবেদক
ঢাকা, প্রকাশিতঃ
১২ মার্চ ২০২৫
০৯:৩৮:৫১ পূর্বাহ্ন

বিচারের আগে আ’লীগের পুনর্বাসন হুমকিতে ফেলবে: হাসনাত আব্দুল্লাহ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিচারের আগে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে।

বুধবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিটে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।


ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘টেবলেট’ নিয়ে শিগগির হাজির হবে।


তিনি আরও লেখেন, যারা এই পরিকল্পনা করছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। এখানে কোনো ‘ইফস’ এবং ‘বাটস’ নেই। বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সুতরাং ‘রিফাইন্ড’ আওয়ামী লীগের ‘টেবলেট’ নিয়ে হাজির হবেন না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়। ফুলস্টপ।