‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ মন্তব্য করা মোমিন এখন কোথায়?
আর্কাইভ | ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১, ১১ রমজান ১৪৪৬ ০১:৩০:১৪ পূর্বাহ্ন
Photo
এখন বাংলা ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১৯ ফেব্রুয়ারী ২০২৫
০৯:০১:২১ পূর্বাহ্ন

‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ মন্তব্য করা মোমিন এখন কোথায়?


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আপা আপা বললে আর কাজ হবে না। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের নন, পরিবারের নেত্রী। তাই পরিবারের সবাইকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তওবা করে আপনারা জাতির কাছে ক্ষমা চান।

বুধবার বিকেলে সিলেট নগরীর স্থানীয় রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলার উন্নতিসহ নানান দাবিতে এর আয়োজন করে জেলা বিএনপি।

আলাল বলেন, কিছু দল বারবার কোল বদল করে। কিছুদিন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির কোলে থাকে। দয়া করে একটা জায়গায় স্থির হন। এই কোল বদলের রাজনীতি বন্ধ করতে হবে।

তিনি বলেন, ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়া ফ্যাসিস্টদের অনুসারী ৬২৬ জন কীভাবে কোথায় গেলেন। তারা কী দেশে আছেন, না বিদেশে পালিয়ে গেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ মন্তব্য করা মোমিন এখন কোথায়। তাকে আটক করা হয়নি কেন।

নতুন দল গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে আলাল বলেন, জনগণ চাইলে আমাদের আপত্তি নেই। তবে শেভ করতে ব্লেডের পরিবর্তে কুড়াল ব্যবহার করতে যাবেন না। সবার সমর্থনে তৈরি হয়েছে এই সরকার। এত সমর্থন থাকার পরও দ্রব্যমূল্যের দাম কমাতে ব্যর্থ তারা।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, কলিম উদ্দিন আহমদ মিলন প্রমুখ।