ইসরাইলের ধ্বংস সময়ের ব্যাপার মাত্র: ইরানি সেনা কমান্ডার 
আর্কাইভ | ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬ ১১:২০:৫৮ পূর্বাহ্ন
Photo
আন্তর্জাতিক ডেস্ক 
ঢাকা, প্রকাশিতঃ
১৯ ফেব্রুয়ারী ২০২৫
০৮:৩০:০১ পূর্বাহ্ন

ইসরাইলের ধ্বংস সময়ের ব্যাপার মাত্র: ইরানি সেনা কমান্ডার 


ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার বলেছেন, ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও প্রস্তুত। সেইসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের।

ইরানি সেনা কমান্ডার এ সময় ইমাম খোমেনির কথার পুনরাবৃত্তি করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারবে না’।


সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ নেতার আদেশে যেকোনো আক্রমণকারী শক্তিকে ধ্বংস করে দেওয়া হবে।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি ঘোষণা দেন যে, ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ‘ট্রু প্রমিজ ৩’ নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান।  

ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে তেহরান ইতোমধ্যে দুই দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ইসরাইল এই হামলাগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়।  

প্রতিক্রিয়ায় ইসরাইলও ইরানের ওপর দুটি পাল্টা হামলা চালায়। গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরাইল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। এতে ইরানের আকাশসীমায় ইসরাইলের অবাধ সামরিক কার্যক্রমের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে।  

তবে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইসরাইল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি বেড়েছে।  বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে নতুনভাবে পরীক্ষা করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে।

এদিকে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে।