পুলিশের সাবেক মহাপরিদর্শক-আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুদকের করা এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক হাফিজুল ইসলাম এ আবেদন করেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তিনি বলেন, গত বছরে ১৫ ডিসেম্বর ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক। এ মামলায় পলাতক রয়েছেন বেনজীর। আজ (সোমবার) তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি চেয়ে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত বেনজীর ও তার পরিবারে বিরুদ্ধে রেড নোটিশ জারির এ আদেশ মঞ্জুর করেন।
এর আগে গত বছরের ১২ জুন বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৮টি ফ্ল্যাট এবং ২৫ একর ২৭ কাঠা জমি জব্দের আদেশ দেন আদালত। এসব ফ্ল্যাট ঢাকার বাড্ডা ও আদাবরে এবং জমি নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরায় আছে। এরপর দুই দফায় বেনজীর ও তার পরিবারের নামে থাকা গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। এছাড়াও তাদের ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন বিচারক।