সেন্ট মার্টিন: চোখ মেললেই বিশাল আকাশ... 
আর্কাইভ | ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১, ৯ রমজান ১৪৪৬ ০১:১৯:০৩ অপরাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
০৮ ফেব্রুয়ারী ২০২৫
০১:১৩:১০ পূর্বাহ্ন

সেন্ট মার্টিন: চোখ মেললেই বিশাল আকাশ... 


চোখ মেললেই বিশাল আকাশ—তখন ভয়ও যেন হারিয়ে যায় সেই আকাশের বিশালতার কাছে। এমন একসঙ্গে আকাশ দেখার এক অনন্য উপায় সেন্ট মার্টিন যাত্রায়। মাঝেমধ্যেই দেখা মেলে অ্যালবাট্রসের, নির্ভয়ে সারেং-এর মাথার উপর দিয়ে উড়ে চলে তারা। কখনও একা, কখনও বা একঝাঁক। আকাশ রেখে পাখির দিকে মন দিলে, সময় কখন কেটে যায়, টেরই পাওয়া যায় না। পাখিগুলো কিছুক্ষণ উড়ে হঠাৎ পানিতে ঝাপ দেয়। আবার ভেসে উঠে উড়াল দেয়। এ যেন প্রকৃতির এক আশ্চর্য খেলা—শিকার আর শিকারীর এক অবিচ্ছেদ্য অংশগ্রহণ।

বিশাল সমুদ্রে ডানা মেলে গাঙচিলের যে স্বাধীনতা, তাতে ভেসে থাকার ইচ্ছা কার না জাগে! মনে হয়েছিল, এই ছোট্ট জাহাজ থেকে নেমে দু'পাশে উড়ে চলা শুভ্র গাঙচিলের সঙ্গে মিশে যাই নারকেল জিঞ্জিরার কোলে। সবুজ পাহাড় আর বিশাল জলরাশির ভ্রমণ সৌন্দর্যও যেন মোহিত করতে পারেনি, কারণ একটাই—সেন্ট মার্টিন দেখার অপেক্ষা। তবে যা ভেবেছিলাম, তা হয়নি। অভিজ্ঞতা ছিল ভিন্ন।

সেন্ট মার্টিন তথা নারকেল জিঞ্জিরার নীল জলরাশিতে ভেসে বেড়ানোর আনন্দ আর স্বাতন্ত্র্য বাংলাদেশের ভ্রমণপিপাসুদের প্রথম পছন্দ। তবে এই স্বর্গীয় দ্বীপে পা রাখতে যত ঝামেলা পোহাতে হয়, তা এক ভিন্নধর্মী ভ্রমণ অভিজ্ঞতা।


আমাদের এবারের দলে ছিল ঊনচল্লিশ জন, সবাই সহকর্মী। এ যাত্রায় দু'জন শিশুও ছিল তাদের মায়ের সঙ্গে। আনন্দ ভ্রমণের এ অভিজ্ঞতা ছিল ভালো-মন্দের মিশ্রণ।

রিজার্ভ করা গাড়িতে সকাল সাড়ে সাতটায় কক্সবাজার পৌঁছালাম। জাহাজ ছাড়ার সময়ও সাড়ে সাতটা। দু'জন দৌড়ে গিয়ে শুনলাম, জাহাজ ছাড়বে নয়টায়। তবে জাহাজে ওঠার ভিড় দেখে মনে হলো ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। ভিড় ঠেলে সকালের নাস্তা সেরে নিলাম নুনিয়ারছড়ার বিআইডব্লিউ ঘাটে। সাড়ে আটটায় ফিরে শুনলাম, কেয়ারি সিনবাদ জাহাজ ছেড়ে গেছে। মাথায় বাজ পড়ার মতো পরিস্থিতি! যাত্রীরা চেঁচামেচি করতে থাকল। নীল জলরাশির মোহনীয় সৌন্দর্য উপভোগ তো দূরের কথা, কী করব তা নিয়েই দুশ্চিন্তায় পড়ে গেলাম।

অবশেষে কোস্ট গার্ডের মাধ্যমে জানা গেল, অতিরিক্ত যাত্রীর কারণে কেয়ারি সিনবাদ টিকিট কাটা যাত্রীদের রেখেই চলে গেছে। তাদের ফোনে যোগাযোগ করে ফেরত আসতে বলা হলো। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের জন্য জরিমানা দেওয়ার পর অবশিষ্ট যাত্রীদের জাহাজে উঠতে দেওয়া হলো। জানা গেল, এটা না-কি তাদের নিয়মিত ঘটনা!

যুদ্ধ জয়ের আনন্দ উপভোগ করার আগেই জাহাজে ওঠার যন্ত্রণায় সবাই যেন ক্লান্ত। পাঁচটি জাহাজের সরু সর্পিল গলিপথ পেরিয়ে পৌঁছানো যেন এক মহাযন্ত্রণা। জাহাজে দীর্ঘ সময় ধরে ভ্রমণের ক্লান্তি আরও বেশি বিরক্তিকর হয়ে ওঠে।


মিয়ানমার ইস্যুতে নতুন এই রুট শুরু হয়েছে। আগে টেকনাফ থেকে মাত্র আড়াই–তিন ঘণ্টায় সেন্ট মার্টিন পৌঁছানো যেত, এখন কক্সবাজার থেকে ছেড়ে যায় জাহাজ। সেখানে পৌঁছাতে কমপক্ষে সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে। জাহাজে ওঠানামার যন্ত্রণা ভাবলেই ক্লান্তি আরও বাড়ে।


আগে টেকনাফ থেকে সকালেই রওনা দিয়ে দুপুরে সেন্ট মার্টিন পৌঁছানো যেত, বিকেলে ফেরার সুযোগও ছিল। এখন কক্সবাজার থেকে যেই জাহাজ যায়, তা আবার ফিরে আসার পথে যাত্রী নিয়ে চলে। একসাথে হাজার হাজার মানুষের ভিড় দেখে মনে হয়, হ্যামিলিয়নের বাঁশিওয়ালার দৃশ্য। এই দৃশ্য শুধু কষ্টকরই নয়, চোখের জন্যও এক অশান্তির মতো