সুপারশপ স্বপ্ন প্রতি সপ্তাহে গ্রাহকদের জন্য বেশকিছু প্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে কেনার সুবিধা দিচ্ছে। এছাড়া এবার ঈদকে ঘিরে প্রয়োজনীয় পণ্যগুলোতে থাকছে বিশেষ ছাড়। আসছে ৫ ও ও ৬ এপ্রিল অনেক পণ্যে খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকদের কাছে বিশেষ ছাড়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে স্বপ্ন।
বিশেষ ছাড়ের পণ্যগুলোর দাম তুলে ধরা হলো-
এছাড়া কালার কসমেটিক্স, বডি স্প্রে তে ৪০ শতাংশ এবং আইসক্রিম ও ফ্রোজেন আইটেমগুলোতে থাকছে ১৫ শতাংশ অবধি ছাড়। এর বাইরে এসিআই /পুষ্টি /সানশাইন আটা-ময়দার ২ কেজি প্যাকে থাকছে ১৫ শতাংশ ছাড়।