আমি প্রেম করলে সারা বাংলাদেশ জানবে। সত্যি বলছি প্রেম করছি না। আমি সিঙ্গেল। বিয়ে নিয়েও এই সময়ে ভাবছি না। প্রেম ও বিয়ে নিয়ে এভাবে বললেন চলতি সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাফা কবির। তিনি আরো বলেন, বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো। এখন আমি ক্যারিয়ারে মনোযোগী। ভালোবাসা দিবসে এই অভিনেত্রীকে দেখা গেছে ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প সিরিজের ‘এই গল্পের নাম নেই’ শিরোনামের নাটকটিতে।
নাটকটির জন্য দর্শকের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছেন বলেও জানান তিনি। ভালোবাসা দিবসে টেলিভিশনের জন্য এই একটি নাটকেই অভিনয় করেছেন সাফা। তবে, এক নাটক দিয়ে একইসঙ্গে ১২টি চ্যানেলে ছিলেন এই গ্ল্যামারকন্যা। তার ভাষ্য, একজন অভিনেত্রীর একটি নাটক একইসঙ্গে ১২টি চ্যানেলে প্রচার হওয়া সত্যি অনেক আনন্দের। নাটকের গল্প ও চরিত্র সবকিছুতে ছিল ভিন্নতা। এটি আমার ক্যারিয়ারে অন্যরকম একটি বিষয় হয়ে থাকবে বলে মনে করি। ভ্যালেন্টাইনডের পর এরইমধ্যে এই অভিনেত্রী অভিনয়ে ফিরেছেন। সম্প্রতি ‘ডিম ভাজি’ শিরোনামের একটি খণ্ড নাটকের শুটিং শেষ করেন তিনি। এটি নির্মাণ করেছেন রাইসুল তমাল। এটিতে দ্বিতীয়বারের মতো সাফা অভিনয় করেছেন গ্রামের মেয়ের চরিত্রে। এর আগে বিজয় দিবসের ‘পতাকা’ শিরোনামের একটি নাটকে প্রথমবারের মতো গ্রামের মেয়ের চরিত্রে তাকে দেখা যায়। ‘ডিম ভাজি’ নাটকটি প্রসঙ্গে সাফা বলেন, এটিতে দর্শক আমাকে গ্ল্যামারহীন দেখবেন। গ্রামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এই ধরনের চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং। তবুও গল্পের প্রয়োজনে করতে হয়। এ ছাড়া আমিও এখন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিনয়ের বাইরে সাফা মিউজিক ভিডিওতেও দর্শকের কাছে দারুণ সমাদৃত। গেল ৫ই ফেব্রুয়ারি প্রকাশিত হয় সাফার ‘আমার কাছে তুমি অন্যরকম’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। গানটি লিখেছেন মেহেদি হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এটি প্রকাশিত হয় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে। গেল বছর ইমরানের ‘এমন একটা তুমি চাই’ গানে সাফা ও ইমরানের রসায়ন দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় এই মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে বলে জানান সাফা। খুব শিগগির আরো একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে বলেও জানান তিনি। এদিকে সম্প্রতি ‘রাজকুমারী’ নামে ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করলেন সাফা কবির। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং করা হয়েছে।
প্রভাতী নিউজ / জি এস