আর্কাইভ | ঢাকা, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬ ১১:৫৫:০১ পূর্বাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১২ জানুয়ারী ২০২২
১২:৫৭:৪২ অপরাহ্ন

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


নাটোর সদর উপজেলায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। এদের মধ্যের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার তোকিয়া এলাকায় পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাক ড্রাইভার আবু মুসা ও কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলাম।

পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান বলেন, গত রাত ২টার দিকে নাটোর সদর উপজেলার তোকিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে রাজশাহীগামী নৈশকোচের সাথে বিপরীতমুখী কাঠবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় অপর একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকচালক ঝিনাইদহের আবু মুসা (৩৫) ও কাঠ ব্যবসায়ী কুষ্টিয়ার আসাদুল হক (৩২)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান রাতেই রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়।

নাটোর সদর থানার ওসি মো: মনসুর রহমান দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।