আর্কাইভ | ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ১৯ জামাদিউস সানি ১৪৪৬ ১১:০০:৪০ পূর্বাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১৯ ডিসেম্বর ২০২১
১০:১৩:৪৯ পূর্বাহ্ন

উত্তরাঞ্চলে কমছে না শীতের প্রকোপ


দিনাজপুরের হিলিসহ আশেপাশের এলাকাগুলোতে আজ রোববার (১৯ ডিসেম্বর) সকাল থেকে রোদের দেখা মিললেও কমছে না শীতের প্রকোপ। দিন দিন বেড়েই চলেছে শীত। অতিরিক্ত শীতের কারণে বয়স্করা বেশি বিপাকে পড়েছেন।

আতিয়ার রহমান নামে একজন বৃদ্ধ জানিয়েছেন, দিন দিন হিলিতে শীতের প্রকোপ বেড়েই চলেছে। আমরা বয়স্ক মানুষরা খুব সমস্যায় আছি। সকালে ঘর থেকে বের হতে পারছি না।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, গত দুই দিন থেকে দিনাজপুর জেলাতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে শীতের প্রকোপ তেমনটা কমেনি।

আজ রোববার (১৯ ডিসেম্বর) দিনাজপুর জেলাতে সকাল ৬টায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৪ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ১০ থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।