আর্কাইভ | ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ১৯ জামাদিউস সানি ১৪৪৬ ০৯:৩৩:৪৬ পূর্বাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১৯ সেপ্টেম্বর ২০২১
০৪:০১:৫৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ৩০


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় ৩০ জন আহত হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের নোয়াখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে দিরাই উপজেলা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শান্তিগঞ্জের নোয়াখালী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা যাত্রীদের বের করা হয়। এ সময় বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস খাদে পড়ে অনেকেই আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে। এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রয়েছে।