আর্কাইভ | ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ শা‍ওয়াল ১৪৪৬ ১০:০৭:৫৪ অপরাহ্ন
Photo
জুয়েল রানা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ঢাকা, প্রকাশিতঃ
২১ মার্চ ২০১৯
০৫:৫৬:৩৪ পূর্বাহ্ন
আপডেটঃ
২১ মার্চ ২০১৯
০৫:৫৮:২৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে দু’দিন ব্যাপি যৌথ কর্মশালা অনুষ্ঠিত


কুড়িগ্রামে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্থানীয় সংগঠন এর মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় দু’দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকারে কুড়িগ্রাম টিডিএইচ ফাউন্ডেশন প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন সদর ইউএনও আমিন আল পারভেজ, কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনজিল হক প্রমুখ। 

বৃহস্পতিবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা খায়রুল আনাম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বণিক সমিতি’র সহ-সভাপতি আব্দুল আজিজ, বেসরকারি সংগঠন এমজেএসকেএস’র পরিচালক শ্যামল চন্দ্র সরকার, এএফএডি’র নির্বাহী পরচিালক সাঈদা ইয়াসমিন, অক্সফাম বাংলাদেশ’র প্রতিনিধি সামনাজ আহমেদ প্রমুখ।

মহিদেব যুব সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এবং আইকা ফাউন্ডেনের সহায়তায় কর্মশালায় ৭টি স্থানীয় এনজিও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় দু’দিন ব্যাপি যৌথ-কর্ম পরিকল্পনা প্রণয়ন করে।

প্রভাতী নিউজ / জি এস