আর্কাইভ | ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ১৯ জামাদিউস সানি ১৪৪৬ ০১:১৯:৪৫ অপরাহ্ন
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১৯ এপ্রিল ২০২১
১১:২২:১৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় পানির ট্যাংকে পড়ে ২ ভাইয়ের মৃত্যু


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাড়ি উঠানে পানির অরক্ষিত রিজার্ভ ট্যাংকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে আরও একজন।

আজ মবার ভোর ৪টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাসান (৩০) ও হাবিবুর (২৫)। তাদের বাড়ি একই এলাকায়

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, ভোরে বাড়ির বাইরের শৌচাগারে যান হাবিবুর। সেখান থেকে ঘরে ফেরার পথে বাড়ি উঠানে থাকা অরক্ষিত পানির ট্যাংকে পা পিছলে তিনি পড়ে যান। চিৎকার শুনে তাকে উদ্ধারে যান বড় ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু মিয়া। তারা দুজনেই ট্যাংকে নামেন।

পরে ট্যাংকের মধ্যে মৃত্যু হয় হাসান ও হাবিবুরের। এসময় আহত হন মিন্টু।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসান ও হাবিবুরের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।