সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে আলী খান। অনেক আগে থেকেই মিডিয়ার নজরে ছিলেন তিনি। গত বছর সারা অভিনীত প্রথম সিনেমা কেদারনাথ ও পরবর্তী সময়ে সিম্বা মুক্তির পর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন সাইফ কন্যা। সব কিছু মিলিয়ে প্রশংসায় ভাসছে সারা। অনেকেই তাকে বলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী ভাবা হচ্ছে।
বাবা-মা-ভাইয়ের পাশাপাশি তার বাবার দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গেও ভালো সম্পর্কের কথা প্রকাশ্যে বলেছেন সারা। এবার সারার পরিবারকেন্দ্রিকতার একটা নমুনা পাওয়া গেলো। ছোট ভাই ইব্রাহিম আলী খানের জন্মদিনে পুরনো একটি ছবি দিয়ে আবেগি কিছু কথা লিখেছেন সারা আলী খান। সেখানে ইব্রাহিমকে পৃথিবীর সেরা ভাই উল্লেখ করেছেন সারা।
সারা লিখেছেন, ‘পৃথিবীর সেরা ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। সবসময় আমাকে সমর্থন করার জন্য এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। এবং আমার অহেতুক কাজগুলো সহ্য করার জন্যও ধন্যবাদ তোমাকে।’
ইন্সট্রাগ্রামে দুটি ছবি দিয়েছেন সারা আলী খান। যেখানে ইব্রাহিম আলী খান তার বোনকে মজা করে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
এদিকে সম্প্রতি ভারতের অন্যতম সেরা ম্যাগাজিন ফিল্মফেয়ারের প্রচ্ছদে জায়গা করে নিল তার ছবি। মডেল হিসেবে নতুন করে তার অভিষেক ঘটল এই ম্যাগাজিনে।
প্রভাতী নিউজ / জি এস