আর্কাইভ | ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২, ২০ রবিউল আউয়াল ১৪৪৭ ০২:০৯:৩৮ অপরাহ্ন
Photo
বিনোদন ডেক্সঃ
ঢাকা, প্রকাশিতঃ
০৬ মার্চ ২০১৯
০৭:৪৬:০৩ পূর্বাহ্ন

কণ্ঠশিল্পী কনার নতুন সাফল্য


সিএমভির ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৭ এপ্রিল মুক্তি পায় কণ্ঠশিল্পী কনার গাওয়া ‘ইচ্ছেগুলো’ শিরোনামের গানটি। মুক্তির দুই বছর পূর্ণ হওয়ার আগেই এটি প্রায় দুই কোটি ৫৫ লাখবার দেখা হয়েছে। এ প্রসঙ্গে কনা বলেন, ‘একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে দর্শক-শ্রোতাদের ভালোবাসা। চলার পথে দর্শকদের কাছ থেকে অগণিত ভালোবাসা পেয়ে আসছি। এই ভালোবাসা নিয়েই আরো সামনে যেতে চাই। পাশে থাকবেন ভালোবাসবেন সবসময় এই কামনা করি।’ প্রসঙ্গত, গানটিতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। শরীফ আল দীনের কথায় এর সুর করেছেন নাজির মাহমুদ। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের তাসনুভা তিশা। এতে কনার উপস্থিতিও রয়েছে।

প্রভাতী নিউজ / জি এস