আর্কাইভ | ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২, ২৮ জামাদিউল আউয়াল ১৪৪৭ ০৯:৪১:২০ পূর্বাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
০৩ নভেম্বর ২০২৫
০৯:৩৭:৩২ পূর্বাহ্ন
আপডেটঃ
০৩ নভেম্বর ২০২৫
০৯:৩৮:০৩ পূর্বাহ্ন

দেওয়ান আইসিটি ইন্সটিটিউটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ শুরু


তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে রাজধানীর স্বনামধন্য আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান দেওয়ান আইসিটি ইন্সটিটিউট বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ডিজিটাল স্কিল অর্জন করে ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মোঃ জুলহাস জানান, “বর্তমান যুগে আইটি জ্ঞান ছাড়া এগিয়ে থাকা সম্ভব নয়। তাই সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া তরুণদের জন্য শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে এসেট প্রজেক্ট এর আওতায়এই ফ্রি কোর্সের উদ্যোগ নিয়েছি।”

এই প্রশিক্ষণ কর্মসূচিতে এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং , গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ও বেসিক কম্পিউটার অপারেশন–এর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ(এনএসডিএ) প্রধান উপদেষ্টার কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্টিফিকেট প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা জানান, আগ্রহীরা সরাসরি দেওয়ান আইসিটি ইন্সটিটিউট, মিরপুর-১ ঢাকার অফিসে এসে বা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কোর্সে অংশ নিতে পারবেন।

দেওয়ান আইসিটি ইন্সটিটিউট ২০১৩ সাল থেকে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আইটি প্রশিক্ষণ, সফটওয়্যার উন্নয়ন ও প্রযুক্তি পরামর্শ সেবা দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি বোড( বিটিইবি) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ(এনএসডিএ) প্রধান উপদেষ্টার কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান। কারিগরি বোর্ডড কোড: ৫০৬৭৯ এবং এনএসডিএ কোড: STP-DHA-001949। 

প্রতিষ্ঠানটি মিরপুর-১ মুক্তবাংলা কমপ্লেক্স এর ৪র্থ তলায়। www.dewanict.com