আর্কাইভ | ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ শা‍ওয়াল ১৪৪৬ ০৯:০২:১৮ অপরাহ্ন
Photo
আন্তর্জাতিক ডেস্ক 
ঢাকা, প্রকাশিতঃ
২৬ এপ্রিল ২০২৫
১০:০৩:২৩ পূর্বাহ্ন

পাক-ভারত উত্তেজনায় ট্রাম্প বললেন, এটা নতুন কিছু নয়


ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগকে ‘গুরুত্ব’ না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ মধ্যে চলমান বিরোধ ‘একভাবে না একভাবে মিটে যাবে।’

শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বিতর্কিত সীমান্ত অঞ্চলে ঐতিহাসিক সংঘাতের কথা উল্লেখ করেন এবং তিনি উভয় দেশের নেতাদের চেনেন। কিন্তু তাদের সাথে যোগাযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি।

ট্রাম্প তার বিমানে ভ্রমণের সময় বলেন, ‘ওই সীমান্তে ১,৫০০ বছর ধরে উত্তেজনা রয়েছে, তাই এটা নতুন কিছু না। তারা যেকোনোভাবে না কোনওভাবে বিষয়টি সমাধান করে ফেলবে’।

তিনি বলেন, ‘এটি ছিল একটি খারাপ (সন্ত্রাসী হামলা)।’

কাশ্মীর নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ বহু পুরনো। তবে সাম্প্রতিক হামলাটি নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

পেহেলগামে মারাত্মক বন্দুক হামলার পর জম্মু-কাশ্মীর জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এ গোলাগুলি হয়। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গত মঙ্গলবার পর্যটকদের জনপ্রিয় গন্তব্য পাহাড়ি এই এলাকায় এক মর্মান্তিক হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে।  

নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিকও রয়েছেন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে।  ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করেছে এবং এটিকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলেও অভিহিত করেছে।