দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার আসামি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা। অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা এসব মামলার আসামির তালিকায় রয়েছেন তার আমলের বহু এমপি-মন্ত্রীসহ পুলিশ কর্মকর্তা এবং আমলাও। এরই মধ্যে অভিযোগপত্রও দায়ের করা হয়েছে।
তদন্তকালে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির একাধিক সূত্র জানিয়েছে, শিগগিরই বিচার প্রক্রিয়া শুরু হবে হাসিনা- রেহানাসহ শতাধিক ব্যক্তির।
দুদক জানায়, গত মাসেই সংস্থাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলায় অভিযোগপত্র দাখিল করেছে। আদালত গ্রহণ করলেই সবার আগে বিচার শুরু হবে এই পরিবারের সদস্যদের। এ ছাড়া অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে দুদকের তালিকায়। যেগুলো আদালতে যাওয়া মাত্রই দ্রুত বিচার শুরু হবে।
এক দুদক কর্মকর্তা মানবজমিনকে বলেন, তদন্তকালে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। সে হিসেবে তা আদালতে দাখিল করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার শুরুর ধাপেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ আসামি।