আর্কাইভ | ঢাকা, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১, ৯ শা‍ওয়াল ১৪৪৬ ০৩:৫৮:১৯ পূর্বাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
১৭ মার্চ ২০২৫
০৮:০২:২৬ পূর্বাহ্ন

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন


পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসীম উদ্দিন। পতিত আওয়ামী সরকারের দীর্ঘ সময় ওএসডি অবস্থায় ছিলেন পুলিশ বাহিনীতে পেশাদার, সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত এই পুলিশ কর্মকর্তা।  সোমবার সিআইডি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

 
সিআইডি জানায়, রোববার ১৫ বিসিএস কর্মকর্তা ডিআইজি গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে একটি আদেশ জারি করা হয়েছে।