ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে আগ্রহী বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তিনি সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর পক্ষে আইনি লড়াই করতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন।
সোমবার বেলা ১১ টা ২০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জেড আই খান পান্না। এ সময় তিনি অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে যান। এছাড়াও তিনি প্রসিকিউশনের সদস্য মো. মিজানুর রহমানের সঙ্গে কথা বলেন। তিনি সাংবাদিকদের জানান আমি সুস্থ আছি।
এর আগে, গত ২১ নভেম্বর সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। গত ২১ নভেম্বর সুপ্রিম কোর্টে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আইনজীবী পান্না বলেন, সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো। গণহারে মামলার সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমি সবসময় নিপীড়িতের পক্ষে আছি। সে যেই হোক না কেন। যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করবো, সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য যেকোনো জায়গায় হোক।