যে গানে স্মরনীয় হয়ে থাকবেন প্রতুল মুখোপাধ্যায় 
আর্কাইভ | ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬ ০৪:৪৪:১৪ অপরাহ্ন
Photo
বিনোদন রিপোর্টার 
ঢাকা, প্রকাশিতঃ
১৬ ফেব্রুয়ারী ২০২৫
০৭:০৩:৪৫ পূর্বাহ্ন

যে গানে স্মরনীয় হয়ে থাকবেন প্রতুল মুখোপাধ্যায় 


‘আমি বাংলায় গান গাই’ আজও মানুষের মুখে মুখে ফেরে। পাশাপাশি ‘ডিঙা ভাসাও সাগরে’ও অত্যন্ত পছন্দ বাংলা গানপ্রেমীদের কাছে। গান গাওয়া, লেখা, সব ক্ষেত্রেই নিজের প্রতিভার জাত চিনিয়েছেন এ কিংবদন্তি শিল্পী। অল্প বয়স থেকেই কবিতায় সুর দিতেন তিনি।

প্রথাগত কোনো সংগীতশিক্ষা না থাকলেও সংগীতের ওপর তার শক্তিশালী দখল ছিল। নিজের হৃদয় নিঃসৃত আবেগকেই সুর ও কথার মেলবন্ধনে বেঁধে ফেলতেন তিনি। মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়েও চিকিৎসকদের গান শুনিয়েছেন। বিভিন্ন দেশের গান থেকে নিজের গানের উপাদান সংগ্রহ করেছেন তিনি। সৃষ্টি করেছেন একের পর এক জনপ্রিয় গান।

তার জীবনের প্রথম অ্যালবাম ‘পাথরে পাথরে নাচে আগুন’ (১৯৮৮) এবং শেষ অ্যালবাম 'ভোর' (২০২২)। তাঁর জনপ্রিয় গানের মধ্যে 'তোমার কি কোনও তুলনা হয়', 'সেই মেয়েটি', 'ফেব্রুয়ারির একুশ তারিখ' ইত্যাদি গানগুলোর মতো আরো অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। দেশভাগের সময় সপরিবার ভারতে পাড়ি জমান তিনি।


ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তার অনেক সৃষ্টির মধ্যে 'আমি বাংলায় গান গাই' গানটি বিশেষভাবে সমাদৃত। গানটি ২০১১ সালের মার্চে প্রকাশিত হয়। প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে-'যেতে হবে', 'ওঠো হে', 'স্বপ্নের ফেরিওয়ালা', তোমাকে দেখেছিলাম', 'স্বপনপুরে', 'অনেক নতুন বন্ধু হোক', 'হযবরল', 'দুই কানুর উপাখ্যান', আঁধার নামে' ইত্যাদি। শনিবার সকালে মারা যান কিংবদন্তি এই শিল্পী। তার বয়স হয়েছিল ৮৩ বছর।