আর্কাইভ | ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ১৮ শা‍ওয়াল ১৪৪৬ ০৪:৩৯:৫৭ অপরাহ্ন
Photo
এখন বাংলা ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১১ ফেব্রুয়ারী ২০২৫
০৯:০১:৫২ পূর্বাহ্ন
আপডেটঃ
১২ ফেব্রুয়ারী ২০২৫
১১:২২:০৮ পূর্বাহ্ন

চার বাংলাদেশিকে তুলে নেয়ায় যা জানা গেল 


 কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় একটি নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে  মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

অপহৃত জেলেরা হলেন-শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাছান (৩০), আব্দু রকিম (২০), মোহাম্মদ জাবের (২৬) ও মোহাম্মদ হাসান (১৬)। শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব জানান, সকালে চার জেলে নৌকা নিয়ে নাফ নদীর মোহনায় মাছ ধরতে নামেন। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটে করে আসা লোকজন অস্ত্রের মুখে তাদের নৌকাটিকে ঘিরে ফেলে। পরে নৌকাসহ জেলে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায় স্পিডবোটটি। ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে কোস্ট গার্ড জানতে পেরেছে। পরে বিষয়টি কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

শাহপরীর দ্বীপের নৌকা মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি বিজিবিসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ফেরত আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির লোকজনই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।

মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে টানা ১১ মাস সংঘাতের পর গত ৮ ডিসেম্বের রাখাইন রাজ্যের মোংডু টাউনশিপ নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এর পর থেকে নাফ নদীতে তাদের জলসীমানায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।