একুশে বই মেলায় বাড়ছে নতুন বই
আর্কাইভ | ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬ ১১:৪৬:০০ পূর্বাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
০৮ ফেব্রুয়ারী ২০২৫
০১:৪৬:৩২ পূর্বাহ্ন

একুশে বই মেলায় বাড়ছে নতুন বই


অমর একুশে বইমেলার চতুর্থ দিন আজ। শুরুর দিকের অগোছালো ভাব অনেকটাই গোছালো আজ। পাঠক-দর্শকদের পাশাপাশি বইপ্রেমীদের জন্য মেলায় নতুন বইয়ের সংখ্যাও বেড়েই চলেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বইমেলায় নতুন বই এসেছে ৪৭টি। এর মধ্যে গল্প ১০টি, উপন্যাস ৫টি, কবিতা ১০টি, গবেষণা ৫টি, ছড়া ৩টি, শিশু সাহিত্য ১টি, জীবনী ৩টি, নাটক ২টি, সায়েন্স ফিকশন ১টি, ইতিহাস ৩টি ও অন্যান্য ২টি। এ নিয়ে মেলায় সর্বমোট নতুন বইয়ের সংখ্যা হলো ৯৭টি।


অমর একুশে বইমেলার তথ্য কেন্দ্র এবং বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

কয়েকটি নতুন বই

গোপনীয়/ উপন্যাস/ ফয়েজ তৌহিদুল ইসলাম/ প্রচ্ছদ ধ্রুব এষ/ আগামী প্রকাশনী/ মূল্য ৪০০ টাকা
বেনোজলে বুড়িচাঁদ/ উপন্যাস/ সৈয়দ শামসুল হক/ প্রচ্ছদ নুর নাহিয়ান/ নবান্ন প্রকাশনী/ ১৭০ টাকা
আমি যে এক যাত্রাওয়ালা/ আত্মজীবনী/ মিলন কান্তি দে/ প্রচ্ছদ ধ্রুব এষ/ নবান্ন প্রকাশনী/ মূল্য ৫০০ টাকা
জলের অরন্য/ কবিতা/ খলিল আহমেদ/ প্রচ্ছদ ধ্রুব এষ/ নবান্ন প্রকাশনী/ মূল্য ৩৬০ টাকা
৩৬ প্রহরের রূপকার/ কাব্যগ্রন্থ/ এ কে এম এরশাদ আলম/ প্রচ্ছদ কারুধারা/ নবসাহিত্য/ মূল্য ১২৫ টাকা
গৌতম বুদ্ধ/জীবনী/ জ্যোতি বিকাশ বড়ুয়া/ প্রচ্ছদ সব্যসাচী হাজরা/ কথাপ্রকাশ /মূল্য ৪০০ টাকা
মৃত নক্ষত্রের গান/ উপন্যাস/ ধ্রুব এষ/ প্রচ্ছদ রজত/ নবান্ন প্রকাশনী/ মূল্য ১৭০ টাকা