সামনের রাস্তাটি এত মসৃণ হবে না: নাহিদ
আর্কাইভ | ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১, ৯ রমজান ১৪৪৬ ০৮:৪১:৫৩ অপরাহ্ন
Photo
ওসি সাইফুল ইসলাম
ঢাকা, প্রকাশিতঃ
০৮ ফেব্রুয়ারী ২০২৫
১২:৩২:৩৬ অপরাহ্ন
আপডেটঃ
০৮ ফেব্রুয়ারী ২০২৫
১২:৫৯:৩১ অপরাহ্ন

সামনের রাস্তাটি এত মসৃণ হবে না: নাহিদ


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম অর্থনৈতিক সংগ্রাম এবং একটি সদা বিকশিত রাজনৈতিক পরিবেশসহ বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।তবে সামনের রাস্তাটি এত মসৃণ হবে না বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘স্থিতিশীলতা ও ঐক্য বজায় রাখা এবং চাপ মোকাবিলায় নিরন্তর প্রচেষ্টার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি ও সর্বদা বিকশিত জাতীয় দৃশ্যপটের মধ্যে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।’

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে অগ্রণী ভূমিকা পালনকারী নাহিদ ইসলাম বলেন, ‘আমরা রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে দেশের জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে এমন একটি ভবিষ্যত গঠনে অবিচল রয়েছি।’