ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় স্থানীয় হাজিরহাটে "রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ" এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া এবং কমিটির পরিচিতি সভা হয়েছে। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।
তিনজন উপদেষ্টা সহ ৫১ সদস্যের কমিটির পরিচিতি প্রদান করেন সংগঠনের সভাপতি মোঃ আবু ইউসুফ সুমন। সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহিনের সঞ্চালনায় সেক্রেটারি মোঃ রিয়াজ মৃধার সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মোঃ আজিজুল হাকিম, মাওলানা নুরুজ্জামান নোমানী, উপদেষ্টা পনু মৃধা, সাংবাদিক আতিকুর রহমান উপদেষ্টা মাওলানা ইদ্রিস আলী মৃধা।
সংগঠনের সভাপতি মোঃ আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আপনাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আগামী দিনে অত্র এলাকার সকল কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকে আপনাদের খেদমতে নিয়োজিত থাকবেন।