আর্কাইভ | ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ জিলক্বদ ১৪৪৬ ০৯:২৬:০০ অপরাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
০৯ মে ২০২৫
১২:২৬:৩৭ অপরাহ্ন

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত 


আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বাদজুমা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই সমাবেশ হবে বলে জানান তিনি। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত।

সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। সকাল আটটার পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ সেখানে করছেন। তাঁরা কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন।

সকাল ৮টার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন।

শুক্রবার সকাল ১০টার দিকে দেখা গেছে, ৫টি ট্রাক একসঙ্গে করে ওপরে সামিয়ানা লাগিয়ে এই অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা।

এদিকে নাগরিক পার্টির এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র-জনতার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের সমর্থন

লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ছাত্রদের চলমান দাবির প্রতি আমি জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনে লন্ডন অবস্থান করায় এই ভিডিও বার্তায় তাদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।

তিনি আরো বলেন, ২৪-এর চেতনাকে আমরা হৃদয় দিয়ে ধারণ করি। কোনো ফ্যাসিস্টকে মানবো না। আমি দেশে ফিরে এলে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো।

ইলিয়াস কাঞ্চন জানান, তার অনুপস্থিতিতে দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ এবং অন্যান্য নেতৃবৃন্দ আন্দোলনরত ছাত্রদের পাশে রয়েছেন। সবশেষে তিনি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।