সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে হানিফ মিয়া (২০) নামের গার্মেন্টস কর্মী মারা গেছে। রোববার সকাল সাড়ে ৮টায় নৌকাযোগে বাড়ি যাওয়ার পথে দিরাই উপজেলার নাচনী গ্রামের পাশে এ ঘটনা ঘটে।
তিনি শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের মারজেল হোসেনের ছেলে।
একই নৌকা থাকা মৃত হানিফের চাচাতো ভাই তানভীর হোসেন বলেন, আমরা এক সাথে ইঞ্জিনের নৌকায় মোবাইল বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। চলন্ত নৌকার অগ্রভাগে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ পানিতে পড়ে তলিয়ে যান। আমরা অনেক্ক্ষণ পর তাকে পানির নিচে থেকে তুলে দিরাই উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা মৃত হানিফ মিয়ার বাবা মারজেল হোসেন বলেন, তার ছেলে ছোটকাল থেকে মৃগী রোগী ছিল, দুই বছর ধরে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতো।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই হানিফ মারা গেছেন।