স্টাফ রিপোর্টার
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৫ ০৭:৪১:১৮ পূর্বাহ্ন
দেশপ্রেমিক নাগরিক তৈরিতে মাদরাসা শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নূরুল হক

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক বলেছেন, শিক্ষকগণ জাতি গঠনের কারিগর। আদর্শ ও উন্নত জাতি গঠনে শিক্ষকদের পেশাদারিত্বে আন্তরিক হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিজেদের আইডল হিসেবে উপস্থাপন করা জরুরি। তাই সৎ, যোগ্য, দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে মাদ্রাসা শিক্ষকদের আমানতদারীতা ও পরকালীন জবাবদিহীতার অনুভূতি নিয়ে জাতির প্রত্যাশা অনুযায়ী কার্যকর ভূমিকা রাখতে হবে। 

বুধবার  (৩০ জুলাই) সকালে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় নিবরাস মাদরাসা শিক্ষকদের নিয়ে “মাদরাসা শিক্ষার কাক্সিক্ষত অগ্রগতি অর্জনে শিক্ষকের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাধ্যক্ষ হোসাইন মো. ইলিয়াস-এর সঞ্চালনায় ও  মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে তাহফিযুল কুরআন ক্যাম্পাসের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ আশরাফুল আলম, মীর মাহবুব হাসান, উবাইদুল্লাহ শামীম, মহসীন উদ্দীনসহ দুইশত শিক্ষক উপস্থিত ছিলেন।  


উপদেষ্টা সম্পাদক : এন, ইউ, বিশ্বাস
ভারপ্রাপ্ত সম্পাদক : ফোরকান হোসেন

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১৩১৮০০৪৪
ইমেইল: akhonbangla24@gmail.com